"কোথায় নিরাপত্তা? কোন নিরাপত্তার কথা বলছেন?" কলকাতায় নারীরা কতটা নিরাপদ–– জানতে চাওয়ায় পাল্টা এই প্রশ্নই করেছিলেন আইনের ছাত্রী মধুবন চক্রবর্তী।
তারপর এক নিঃশ্বাসে বলছিলেন, "আমি কসবা আইন কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী যেখানে মেয়েদের নিয়মিতভাবে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু অভিযুক্ত একটা বিশেষ রাজনৈতিক দলের আশ্রয়ে ছিল বলে এতদিন ধরা পড়েনি।"
এক বছর আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী পড়ুয়া- চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন। নৈহাটির বাসিন্দা মধুবন চক্রবর্তী তাদেরই একজন।
শহরের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য প্রযুক্তিকর্মী মধুরিমা দত্ত।
তিনি বলেছেন, "বাড়ি না ফেরা পর্যন্ত বাবা-মা উৎকণ্ঠায় থাকে। অফিস থেকে গাড়ি করে ড্রপের ব্যবস্থা থাকলেও নিশ্চিন্ত হতে পারে না, জেগে বসে থাকে।"
-বিবিসি